ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে অকস্মাৎ হামলা চালিয়ে এক পুলিশ সদস্যের মোটর সাইকেল পুড়িয়ে দেয়া হয়েছে, ভাংচুর করা হয়েছে কয়েকটি গাড়ি।
মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে সোনারগাঁও হোটেলের সামনে এই হামলা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হামলাকারীরা ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলে পুলিশ দাবি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে আকস্মিকভাবেই ছাত্রশিবিরের স্লোগান দিয়ে মিছিলটি বের হয়। মিছিলকারীরা সার্ক ফোয়ারার সামনে দায়িত্বরত এক পুলিশ সদস্যকে মারধর করে তার মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়।
এরপর কয়েকটি গাড়ি ভাংচুর করে মিছিলকারীরা পান্থপথের দিকে সটকে পড়ে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, কারওয়ান বাজারে তেজগাঁও মহিলা কলেজের গলি থেকে শিবিরের একটি মিছিল বের হয়, মিছিলকারীরা গাড়ি চলাচলে বাধা দিলে পুলিশ তাদের ধাওয়া করে।
“পুলিশের ধাওয়ার মুখে মিছিলকারীরা সার্ক ফোয়ারার সামনে এক সার্জেন্টের গাড়িতে আগুন এবং কয়েকটি গাড়ি ভাংচুর করে।”
পুলিশ সদস্যদের ঘটনার পর তৎপর হতে দেখা গেছে। পান্থপথ সংলগ্ন বিভিন্ন গলিতে পুলিশ অভিযান চালাচ্ছে।
তাৎক্ষণিকভাবে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অতিরিক্ত উপকমিশনার বিপ্লব জানান।
যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার শীর্ষ নেতাদের মুক্তি দাবিতে গত ৫ নভেম্বর মতিঝিলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। তারপর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘাত চলছে।
সোমবার জয়পুরহাট শহরের অদূরে ছাত্রশিবিরের কর্মীরা এক পুলিশ সদস্যের গায়ে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে পুলিশের ওপর চড়াও হচ্ছে জামায়াতকর্মীরা।
অন্যদিকে জামায়াতের অভিযোগ, পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে।