ঢাকা, ১৪ নভেম্বর : রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রের সামনে ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অ্যাম্বুরেন্সের রোগী দিলু পাঠান (৫২), তার স্ত্রী লিফি পাঠান (৩৫) ও অ্যাম্বুলেন্সের চালক আলমগীর (৩৫) । নিহতদের মধ্য দিলু পাঠান ও আলমগীরের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এবং লিপি পাঠানের লাশ মিরপুর হার্ট হাসপাতালে রাখা হয়েছে। তার লাশও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে ।
এ ঘটনায় আহতরা হলেন- নিহত দম্পতির ছেলে উত্তরা রাজউক মডেল কলেজের ছাত্র নাবিল পাঠান (২২), একই পরিবারের অন্য সদস্যরা হচ্ছে মানিক পাঠান (৩৫), লিটন পাঠান (২২) ও সজীব পাঠান (২২)। এর নাবিল পাঠানের অবস্থা আশঙ্খাজনক। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, দিলু পাঠানকে রাজধানীর ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতাল থেকে শেরেবাংলা নগর থানাধীন জাতীয় হৃদরোগ হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল। সম্মেলন কেন্দ্রের সামনের ক্রসিংয়ের সামনে ট্রাকটি অ্যাম্বুলেন্সকে মুখোমুখি মেরে দিলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোমিন জানান, ঘটনা সঙ্গে সঙ্গেই আমরা সকলকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাই। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও ট্রাকের চালককে আটক করা সম্ভব হয়নি। তবে আমরা তাকে আটক করার চেষ্টা করছি।
অ্যাম্বুলেন্সটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে বলেও তিনি জানান।
নিহত দম্পতির বাড়ি গাজীপুর জেলায় বলে জানা গেছে।