ঢাকা: সশন্ত্র বাহিনীর অনুষ্ঠান থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ নভেম্বর অনুষ্ঠেয় ডি-৮ সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদ যাচ্ছেন না।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র এ কথা জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী সম্মেলনে শেখ হাসিনার প্রতিনিধিত্ব করবেন।
আজাদ বলেন, ডি-৮ সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদ সফরে প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী ছিলেন। তিনি এই সংগঠনের এক প্রতিষ্ঠাতা সদস্য। কিন্তু পূর্বনির্ধারিত কর্মসূচি থাকার কারণে তার পরিকল্পনা বাতিল করেছেন।
তিনি আরো বলেন, ২১ নভেম্বর ঢাকায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী আগেই অঙ্গীকার করেছিলেন এবং এর ফলে পরের দিন সকালে শীর্ষ সম্মেলনে যোগ দিতে তার ইসলামাবাদ পৌঁছানো সম্ভব হচ্ছে না।
ডি-৮ (উন্নয়নশীল-৮)-এর সদস্য দেশগুলো হলো তুরস্ক, পাকিস্তান, মিসর, ইরান, বাংলাদেশ, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া।
১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের ইস্তাম্বুলে এক ঘোষণার পর ওই গ্রুপ গঠিত হয়। গ্রুপের দ্বিতীয় সম্মেলন ১৯৯৯ সালের ১ থেকে ২ মার্চ বাংলাদেশে অনুষ্ঠিত হয়।
ডি-৮-এর লক্ষ্য হলো বিশ্ব অর্থনীতিতে উন্নয়নশীল দেশগুলোর অবস্থার উন্নয়ন, বহুমুখীকরণ এবং বাণিজ্য সম্পর্কের নতুন সুযোগ সৃষ্টি, আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ জোরদার এবং জীবনযাত্রার মানোন্নয়নের সুযোগ সৃষ্টি।