লিগ্যাল প্রাকটিশনার্স এ্যান্ড বার কাউন্সিল (সংশোধনী) আইন-২০১২ ও বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ (বিশেষ বিধান) (সংশোধনী) আইন-২০১২সহ ৪টি আইনের খসড়া অনুমোদন দিয়েছে আজ মন্ত্রিসভায়।
মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ অনুমোদন দেয়া হয়। মন্ত্রীবর্গ ও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রীবৃন্দ এবং সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কেবিনেট সচিব এম মোশাররফ হোসেইন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, লিগ্যাল প্রাকটিশনার্স এন্ড বার কাউন্সিল (সংশোধনী) আইন-২০১২ এর খসড়ায় আইনজীবী অন্তরর্ভুক্তিকরণ কমিটিসহ বিদ্যমান আইনের অনেক গুরুত্বপূর্ণ স্থানে সংশোধনী আনা হয়েছে।
তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ (বিশেষ বিধান) আইন-২০১০‘র মেয়াদ গত মাসে শেষ হয়েছে। এই আইনের খসড়ায় এর মেয়াদ আরো ২ বছর বাড়ানো হয়েছে। এছাড়া সভায় কুয়েতের সঙ্গে দ্বৈত কর ও রাজস্ব নিরোধ পরিহার এবং বেলারুশের সঙ্গে দ্বিপক্ষীয় বিনিয়োগ উন্নয়ন ও সংরক্ষণ চুক্তির খসড়ার অনুমোদন হয়েছে।
কেবিনেট সচিব বলেন, কুয়েত সম্পর্কিত দ্বৈত কর পরিহার খসড়ার লক্ষ্য হচ্ছে দেশটির সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করা ও দু’দেশের মধ্যে বিনিয়োগ পরিবেশের উন্নয়ন। তিনি বলেন, সম্প্রতি বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল ইউ মাইয়াসনিকোভিচ-এর ঢাকা সফরে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় বিনিয়োগ সম্পর্কিত চুক্তিতে অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।