
ঢাকা: চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিপিসি) সর্বোচ্চ নেতা হিসেবে শি জিনপিংয়ের নাম ঘোষণা করা হয়েছে। এতে তিনিই দেশটির বর্তমান প্রেসিডেন্ট হু জিনতাওয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।
বুধবার দলের ১৮তম সম্মেলন শেষ হয়। সম্মেলনের মাধ্যমে গঠিত কেন্দ্রীয় কমিটি দলের পলিটব্যুরো, পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি (পিবিএসসি) ও দলের সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করে।
শি জিনপিংয়ের উপপ্রধান হিসেবে লি কেকিয়াংকে নির্বাচিত করেছে কেন্দ্রীয় কমিটি। দলের উপপ্রধান হিসেবে তিনি হবেন চীনের প্রধানমন্ত্রী। শি ও লি আগামী মার্চে তাঁদের দায়িত্ব নেবেন।
চীনের শক্তিশালী সামরিক বাহিনীর মূল কর্তৃপক্ষ সেন্ট্রাল মিলিটারি কমিশনের প্রধানও নির্বাচিত হয়েছেন শি জিনপিং।
৫৯ বছর বয়সী শি সম্ভ্রান্ত ও শিক্ষিত পরিবারের সদস্য। তাঁর বাবা শি ঝোংজুন একজন বিপ্লবী নেতা। ১৯৭৬ সালে চীনের অবিসংবাদিত বিপ্লবী নেতা মা-ও সেতুংয়ের মৃত্যুর পর অর্থনৈতিক সংস্কারের একজন অন্যতম সমর্থক ছিলেন।
গত বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে সিপিসির সম্মেলন শুরু হয়। বুধবার সম্মেলনের শেষ দিনে অন্তত ২৩ হাজার দলীয় প্রতিনিধি গোপন ব্যালটে ভোট দিয়ে কেন্দ্রীয় কমিটি গঠন করেন। ৩৭০ সদস্যের এই কেন্দ্রীয় কমিটিই দলের পলিটব্যুরো ও পিবিএসসি এবং দলীয়প্রধান নির্বাচন করল।











