ইসরাইলের বিমান হামলায় গাজা উপত্যকায় ৩ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ইসরাইল এই বিমান হামলায় চালায়। এনিয়ে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়ালো। এছাড়া তাদের এই হামলায় অন্তত একশ’ জন আহত হয়। ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
হামাসের সশস্ত্র শাখা ইজেদাইন আল-কাশেম ব্রিগেড জানায়, ইসরাইলের সামরিক বাহিনী হামাসের এক শীর্ষ কমান্ডারকে হত্যা করতে বুধবার তারা নতুন অভিযান শুরু করে। ফিলিস্তিনি নাগরিকরা কমপক্ষে ৬০ দফা ইসরাইলি বিমান হামলার কথা জানায়।
হামাস জানায়, গাজা সিটিতে একটি গাড়িতে ইসরাইলের প্রাথমিক বিমান হামলায় হামাসের সশস্ত্র শাখা ইজেদাইন আল-কাশেম ব্রিগেডের অপারেশন কমান্ডার আহমেদ জাবারি তার দেহরক্ষী মোহাম্মদ আল-হামাসের সঙ্গে নিহত হন।
হামাসের স্বাস্থ্যমন্ত্রী মুফিদ মুখালালাতি গাজা সিটি শিফা হাসপাতালে এক সংবাদ সম্মেলনে জানান, প্রথম অভিযানের পরপরই ইসরাইল গাজা উপত্যকায় আরো কয়েক দফা হামলা চালায়। এতে আরো পাঁচ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়। এদের মধ্যে দুই শিশু রয়েছে।
বুধবার রাতে হাসপাতাল সূত্র জানায়, ফিলিস্তিন ভূ-খণ্ড লক্ষ্য করে চালানো আরো কয়েক দফা বিমান হামলায় অপর একজন নিহত হয়। ইসরাইলের প্রথম দফায় বিমান হামলার পর গাজা উপত্যকার হাসপাতালগুলোকে সতর্ক করে দেয়া হয়।