বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর সন্ধানে এবার চাঁদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ।
এই বিএনপি নেতার খোঁজে মতলবসহ বিভিন্ন স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে পুলিশ সুপার জানান।
গত ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর মহাখালী এলাকায় নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংসদ ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার। ওই রাতেই ইলিয়াসের বনানীর বাসার কাছে আমতলী থেকে তার গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর লুনার দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব গাজীপুরের পূবাইল এবং ঢাকার কয়েকটি স্থানে অভিযান চালালেও এই বিএনপি নেতার সন্ধান মেলেনি।
ইলিয়াসকে সরকারের ‘এজেন্সি ও র্যাবের লোকেরা’ তাকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন খালেদা জিয়া। তবে প্রধানমন্ত্রী তা অস্বীকার করে ঘটনাটিকে বিএনপির ‘সাজানো নাটক’ অভিহিত করেছেন।
খালেদা জিয়ার বেঁধে দেওয়া সময়ে সরকার ইলিয়াসকে উদ্ধার করতে না পারায় রবি ও সোমবার সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি। তবে ইলিয়াস জীবিত ফিরে আসলে সঙ্গে সঙ্গে এ কর্মসূচি প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে দলটি।