ঢাকা, ১৬ নভেম্বর : ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি বাস ও মাইক্রো সংঘর্ষে ছয়জন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর মাঝড়ায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচজন যাত্রী মারা যান। হাসপাতালে নেয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক মাহবুবুর রহমান নামের আরও একজনের মৃত্যু হয়। অন্যদের পরিচয়
পরিচয় জানা যায়নি। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মাইক্রোবাসটি কাশিয়ানীর কালনাঘাট থেকে ঢাকার দিকে যাচ্ছিল। কাশিয়ানীর মাঝড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, চাকা ফেটে যাওয়ায় দোলা পরিবহনের বাসটির সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়।