ঢাকা, ১৬ নভেম্বর : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের শাসকরা নিজেদের লুণ্ঠনের জন্য পদ্মা সেতু পর্যন্ত বন্ধ করে দিচ্ছে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খানা ভাসানীর ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এসব কথা বলেন।
সরকার গোটা দেশকে দুর্নীতির আখড়ায় পরিণত করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিরোধী রাজনৈতিক নেতাদের জেলে পুরে মিথ্যা মামলা দিয়ে তাদের ওপর নির্যাতন করা হচ্ছে। এতে করে দেশে অরাজক অবস্থা সৃষ্টি হয়েছে।
মওলনা আবদুল হামিদ খান ভাসানীকে আজকের দিনের নেলসন ম্যান্ডেলার চেয়েও বড় নেতা আখ্যা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, মুহূর্তে ভাসানীকে বারবার মনে করতে হবে, তাকে স্মরণ করতে হবে এবং তার বিপ্লবী চেতনা ধারণ করে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে, রুখে দাঁড়াতে হবে। এ দেশের জনগণকে মুক্ত করতে হবে।
বেগম খালেদা জিয়া তার জীবনের শেষ সময়ে আরেকবার গণতন্ত্র এবং দেশের মানুষের জন্য লড়াই করতে চান উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসুন আমরা সবাই সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে বর্তমান গণতন্ত্রবিরোধী সরকারকে বাধ্য করি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু প্রমুখ বক্তৃতা করেন।