যেদিন তোমায় দেখিনু আমি
এঁকেছি তোমার ছবি
তোমায় দেখিয়া বুঝি পর্দা আমার
চোখের গেলো সরি
হেথায় তোমায় দেখার পরে
রেখেছি আমার মানস্পটে
হাজারো স্বপ্ন বুকে নিয়ে
রাতদিন ভাবি তোমায় নিয়ে
তুমি মোর হিয়ার মাঝে
হঠাৎ করে ভাবের অরুণোদয় হল
মনকে বাধি শক্ত করে
বলবো তাকে সরল মনে
তোমার নৌকার মাঝি হলে
আপত্তি কি তোমার থাকবে মনে