জেরুজালেম, ১৭ নভেম্বর : ফিলিস্তিন ভূখন্ডে হামাসের সদর দফতরে শনিবার ভোরে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার ফিলিস্তিন থেকে জেরুজালেম লক্ষ্য করে রকেট হামলার জবাবে ইসরাইল এ বিমান হামলা চালায়। শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ কথা জানানো হয়।
ইসরাইলের এ অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্কে। শুক্রবার সন্ধ্যায় সেখানকার বিক্ষোভ সমাবেশে ইহুদিরাও যোগ দিয়েছে।
আগের দিন গাজায় ৭৫ হাজার সৈন্য পাঠানোর সিদ্ধান্ত অনুমোদন করে ইসরাইলের মন্ত্রিসভা, যা ফিলিস্তিনি ভূখন্ডে অভিযানের প্রস্তুতি বলে মনে করা হয়। শুক্রবার ইসরাইলি মন্ত্রিসভা এই অনুমোদন দেয়। এর একদিন আগে তেল আবিব লক্ষ্য করেও রকেট হামলা চালায় ফিলিস্তিনি গ্রুপ হামাস।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলি বিমান হামলায় হামাস সদর দফতরের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের খবর তাৎক্ষণিতভাবে জানা যায়নি। হামাস নেতাদের লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে।
হামাস নিয়ন্ত্রিত গাজায় গত সপ্তাহে ইসরাইলি হামলায় ফিলিস্তিনি সশস্ত্র দলটির সামরিক শাখার প্রধান নিহত হওয়ার পর থেকে উত্তেজনা চলছে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে ৩২ জন। এর মধ্যে ফিলিস্তিনে নিহত হয়েছে ৮ শিশুসহ ২৯ জন। ইসরাইলি নিহতের সংখ্যা ৩ জন।
শুক্রবার ফিলিস্তিন সফরে এসে মিসরের প্রধানমন্ত্রী হিশাম কান্দিল উত্তেজনার জন্য ইসরাইলের আগ্রাসী মনোভাবকে দোষারোপ করেন।
কান্দালের ফিলিস্তিন সফর উপলক্ষে মিসরের অনুরোধে গাজায় হামলায় বিরতি দেয় ইসরাইল। হামাস যোদ্ধারাও সেই শর্তে যুদ্ধ বিরতিতে সম্মত হয়। কিন্তু শর্ত ভেঙে হামলা হচ্ছে বলে উভয় পক্ষ পরস্পরকে দোষারোপ করতে থাকে।
ইসরাইলের হামলার বিরুদ্ধে গাজার ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মিসরের ক্ষমতাসীন নেতারা। মিসরের প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি ইসরাইলের আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেছেন, হামলা বন্ধে উভয় দেশ সম্মত হলে মিসর মধ্যস্ততা করতেও সম্মত আছে।
এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের কনস্যুলেটের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে।
মুসলিম সংগঠনগুলোর সঙ্গে এই বিক্ষোভে অংশ নেয় ‘জুস ফর প্যালেস্টাইনিয়ান রাইট অব রিটার্ন’ সংগঠনের সদস্যরা।
সমাবেশ থেকে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের নিরাপত্তায় জাতিসংঘের উদ্যোগহীনতার সমালোচনা করা হয়। হামলা বন্ধে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রতিও আহ্বান জানানো হয়।