বান্দরবান, ১৭ নভেম্বর : পাহাড়ে শান্তি বজায় রাখার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো ধরনের উস্কানি বা গুজবে কান না দেয়ার জন্য পার্বত্যবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এ অঞ্চল দীর্ঘ দিন অশান্ত ছিল। ১৯৯৬ সালে আমরা সরকার গঠনের পর শান্তি স্থাপনের উদ্যোগ নেই। এখন শান্তি বিরাজ করলেও অনেকে উস্কানি দিতে পারে বলে প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক করে দেন।
শনিবার সকালে বান্দরবানে রুমা সেতু উদ্বোধনের পর স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এই আহ্বান জানান।
বান্দরবানে দিনব্যাপী সফরের প্রথম কর্মসূচি হিসেবে সকাল ১১টার দিকে সাংগু নদীর ওপর নির্মিত রুমা সেতু উদ্বোধন করেন শেখ হাসিনা।
পরে তিনি থানছিতে যান এবং সেখানে সাংগু সেতুর উদ্বোধন করেন, বিকালে বান্দরবান শহরে এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাংগু সেতু উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, আমি কথা দিয়েছিলাম, আপনাদের এলাকার উন্নয়নে কাজ করব। আজ গাড়ি নিয়ে আসতে পেরেছি, এ জন্য আমি আনন্দিত।
প্রধানমন্ত্রী জানান, পার্বত্যাঞ্চলের ভূমি ও প্রকৃতি ভিন্ন হওয়ায় এই অঞ্চলের উন্নয়নে ব্যতিক্রমী নীতিমালা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া অনুষ্ঠানে ছিলেন।
সকালে তিনি বিশেষ হেলিকপ্টারে করে ঢাকা থেকে বান্দরবানের রুমার পথে রওয়ানা হন। প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি উপজেলার সেনা গ্যারিসনে অবতরণ করে।
সেনাবাহিনীর নির্মাণ প্রকৌশল ব্যাটালিয়নের মাধ্যমে প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে সাংগু নদীর উপর এ ২টি পিসি গার্ডার সেতু নির্মিত হয় ।