রাজধানীর কাফরুল থেকে জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে কাফরুল থানা এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে তাদের আটক করা হয়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জানান, এরা দলবদ্ধ হয়ে ওই এলাকায় হামলার প্রস্তুতি নিচ্ছিল। নাশকতা সৃষ্টি ও হামলার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়। সোমবার তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডে নেয়া হবে।