ঢাকা, ১৯নভেম্বর : ভিসা আবেদনের সমর্থনে বাংলাদেশের যেসব আর্থিক প্রতিষ্ঠানের দেয়া আর্থিক বিবরণী গ্রহণ করা হবে তার তালিকা নতুন করে প্রকাশ করেছে যুক্তরাজ্যের বর্ডার এজেন্সি। যেসব প্রতিষ্ঠানের বিবরণী বিবেচনা করা হবে না তারও তালিকা দেয়া হয়েছে।
গত ২ অক্টোবর পয়েন্টভিত্তিক পদ্ধতিতে ভিসার আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের ১৩টি ব্যাংকের একটি তালিকা প্রকাশ করে যুক্তরাজ্যের ইউকে বর্ডার এজেন্সি। ১৬ অক্টোবর আবার তালিকাটি প্রত্যাহার করে জানানো হয়, পরে অনুমোদিত ও অনুমোদিত ব্যাংকের দুটি তালিকা প্রকাশ করা হবে।
রোববার ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের ওয়েবসাইটের ওই এসব প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করা হয়েছে যাতে আগের তালিকার ১৩টি ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড।
ব্যাংকগুলো হলো- এবি ব্যাংক, ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, কমার্সিয়াল ব্যাংক অফ সিলোন, ইস্টার্ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি), মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, ওয়ান ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।
যে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী গ্রহণ করা হবে না সেগুলো হলো, গ্রামীণ ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, আনসার-ভিডিপি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স (বেসিক) ব্যাংক লিমিটেড, ব্যাংক আলফালাহ লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, কো-অপারেটিভ ব্যাংক, ঢাকা ব্যাংক লিমিটেড, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অফ বাংলাদেশ লিমিটেড, হাবিব ব্যাংক লিমিটেড, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, কর্মসংস্থান ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, প্রাইম ব্যাংক লিমিটেড, রূপালি ব্যাংক লিমিটেড, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, দ্য সিটি ব্যাংক লিমিটেড, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড ও উরি ব্যাংক।
অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ বিবরণী জমা দেয়া না হলে ভিসার আবেদন বিবেচনায় আসবে না বলে বর্ডার এজেন্সি জানিয়েছে।
অবশ্য এই তালিকা এখনো পর্যালোচনার মধ্যে রয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।