বিরোধী দল ‘হরতালের নামে নৈরাজ্য’ সৃষ্টি করলে রাজপথে থেকে তা প্রতিহত করার জন্য আওয়ামী লীগ ও মহাজোটের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
রাজধানীর আদাবর থানাকে দুটি গাড়ি হস্তান্তর উপলক্ষে শনিবার সূচনা কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “হরতালের নামে কেউ গাড়ি-বাসে আগুন লাগিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করলে রাজপথে থেকে তাদের প্রতিহত করতে হবে।”
সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে ‘সব অরাজকতা’ প্রতিহত করা সম্ভব নয় মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এজন্যই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ‘নেতাকর্মীদেরও’ মাঠে থাকতে হবে।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় তিন দিন হরতাল করার পর তার ‘সন্ধান’ দাবিতে সরকারকে শনিবার পর্যন্ত সময় বেঁধে দেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
বিকেল ৫টার মধ্যে ইলিয়াস আলীকে ‘ফেরত’ না দিলে বিকেলে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি, যাতে দুই দিন টানা হরতালের কর্মসূচি থাকতে পারে বলে নেতারা ইংগিত দিয়েছেন।
ইলিয়াস আলীকে খুঁজে পেতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর জানিয়ে সাহারা খাতুন বলেন, “এজন্য আমরা বিরোধী দলের কাছে সহযোগিতা চেয়েছিলাম। কিন্তু তারা করেনি।”
“ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনাকে ইস্যু করে বিরোধী দল একের পর এক হরতাল দিয়ে যাচ্ছে। দেশে অরাজকতা সৃষ্টির জন্যই তারা এ কাজ করছে”, যোগ করেন তিনি।
তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার মো. ঈমাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, পুলিশের মহা পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ বক্তব্য রাখেন।