বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিতে সেনাকুঞ্জে যাচ্ছেন। গতকাল বিএনপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.)
মাহবুবুর রহমান বলেন, সশস্ত্রবাহিনী দিবসে দাওয়াত পেয়েছি। আমরা অংশ নেবো। আমাদের নেত্রীও অংশ নেবেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান বলেন, এবারের সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। উল্লেখ্য, দলের সিনিয়র নেতা ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত সাবেক সিনিয়র সেনা কর্মকর্তারা দাওয়াত না পাওয়াসহ নানা কারণে গত বছর সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নেননি বিরোধী নেতা। সেবার কয়েকজনকে দাওয়াত করেও পরে তা ফিরিয়ে নেয়া হয়। বিএনপি সূত্র জানায়, এবার দলের স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ ও চেয়ারপারসনের উপদেষ্টা মে. জেনারেল (অব.) ফজলে আকবর দাওয়াত পেয়েছেন। তবে এবারও দাওয়াত বঞ্চিত হয়েছেন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত সিনিয়র সামরিক কর্মকর্তা। যাদের মধ্যে রয়েছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মে. জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, মেজর (অব.) ব্যারিস্টার শাহজাহান ওমর, ১৮ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীকসহ অনেকেই।প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বরাবর এই অনুষ্ঠানে যোগ দিয়ে এলেও গত দুই বছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যাননি বিএনপি চেয়ারপারসন। সশস্ত্র বাহিনী দিবসের এই অনুষ্ঠানে থাকবেন বলে ডি-এইট সম্মেলনে যোগ দিতে পাকিস্তান সফর বাতিল করেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা।নির্দলীয় সরকার ব্যবস্থা নিয়ে মুখোমুখি অবস্থানের মধ্যে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে এক হচ্ছেন দুই প্রধান রাজনৈতিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া ।