ভারতের মুম্বাইয়ে হামলার একমাত্র জীবিত আসামি পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আজমল কাসাবের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। এনডিটিভির খবরে বুধবার এ কথা বলা হয়েছে।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি গত ৫ নভেম্বর তার প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেয়ার পর বুধবার সকাল সাড়ে ৭টায় পুনের ইয়েরাওয়াদা কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়।
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ের তাজ হোটেল, রেল স্টেশনসহ কয়েকটি স্থানে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় অন্তত ১৬৬ জন নিহত হন। নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ হামলাকারীও মারা যায়।
এ নাশকতার পেছনে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার হাত ছিল। আজমল কাসাব লস্কর-ই-তৈয়বার একজন সদস্য ছিলেন।
ওই ঘটনায় কেবল একজন হামলাকারীই আহত অবস্থায় ধরা পড়েন। জীবিত ওই হামলাকারীই কাসাব।
কাসব মুম্বাই রেল স্টেশনের হামলায় অংশ নিয়েছেন এবং ৫২ জন মানুষকে হত্যা করেছেন বলে বিচারের সময় আদালতে জানানো হয়।