রাজধানীর কদমতলী থানার রায়েরবাগে একটি তুলার গুদামে আগুন লেগেছে।
ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা বার্তা ৭১ ডটকমকে জানান, বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে রায়েরবাগের পুনম সিনেমা হলের পাশে ওই তুলার গুদামে আগুন লাগে।
অগ্নি নির্বাপক বাহিনীর ৫টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
গত ১৮ নভেম্বর রাজধানীর হাজারীবাগের বউবাজার বস্তিতে আগুন লেগে ১১জনের মৃত্যু হয়। পুড়ে যায় পাঁচ শতাধিক ঘর।