সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেইসবুক ব্যবহারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সরকার।
এক ব্যক্তির ফেইসবুক পাতায় থাকা কোরআন অবমাননার ছবিকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রেক্ষাপটে বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এই সতর্কবার্তা এল।
তথ্য বিবরণীতে বলা হয়, সাধারণ ও শান্তিপ্রিয় ফেইসবুক ব্যবহারকারীদের উদ্দেশ্যমূলকভাবে বিপদগ্রস্ত করতে কেউ আপত্তিকর ছবি বা মন্তব্য তার ফেইসবুক একাউন্টে ট্রান্সফার করতে পারে।
“এ বিষয়ে জনসাধারণকে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেয়া যাচ্ছে।”
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর কক্সবাজারের রামুতে বৌদ্ধ বসতিতে তাণ্ডব চালায় ধর্মীয় উগ্রপন্থীরা।
হামলায় রামু উপজেলার ৭টি বৌদ্ধ মন্দির, প্রায় ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। আরো শতাধিক বাড়ি ও দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়।
চেকফেইসবুক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৬ লাখের বেশি। বিশ্বে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ইতোমধ্যে ১০০ কোটি ছাড়িয়েছে।
সাইবার অপরাধ প্রতিরোধে বিটিআরসি গঠিত তদন্ত দল কাজ শুরুর প্রথম নয় মাসে যে এক হাজারের মতো অভিযোগ পায়, যার বেশিরভাগই ফেইসবুক নিয়ে।
বিটিআরসি জানায়, অভিযোগগুলোর বেশিরভাগই আসছে ফেইসবুক প্রোফাইল নিয়ে। অনেকেই অভিযোগ করছেন, তার নিজস্ব অ্যাকাউন্ট থাকার পরও ফেইসবুকে নকল বা ভুয়া একাউন্ট করা হয়েছে এবং তার পরিচয়ে বিভিন্নজনকে হয়রানি করা হচ্ছে।
আবার অনেকের ফেইসবুক প্রোফাইল না থাকলেও তার ছবি দিয়ে অ্যাকাউন্ট করে নানাভাবে হয়রানি করা হয় বলেও অভিযোগ পেয়েছে বিটিআরসি।
ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিজনক মন্তব্যের ঘটনায় এর আগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। বিচারের মুখোমুখি হওয়াদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও রয়েছেন।