প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া আবারো ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে বর্তমান সরকারের করা উন্নয়ন ও অর্জনের ধারাও পাল্টে দেবেন। তিনি দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে নিয়ে যাবেন পেছনের দিকে। বৃহস্পতিবার দুপুরে গণভবনে সিলেট জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘বাংলাদেশের চেহারা পাল্টে দিতে’ তার দলকে আরেকটি সুযোগ দেয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানোর পর ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এ মন্তব্য করলেন। গত সোমবার বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে ১৮ দলীয় জনসভায় খালেদা জিয়া বলেন, আরেকবার জনগণের সমর্থন ও সুযোগ চাই। আমি এদেশের চেহারা পাল্টে দেব। বিশ্বদরবারে বাংলাদেশকে একটি মডেল দেশ হিসেবে উপহার দেব।
গণভবনে সিলেট জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়ের আগে প্রারম্ভিক বক্তৃতায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চেহারা পাল্টে দেয়া বলতে উনি কী বুঝাতে চেয়েছেন? আবার দেশব্যাপী বোমা হামলা হবে? গ্রেনেড হামলা হবে? উনি তো বলেছেন, চেহারা পাল্টে দেবেন।
উনি আসলে চেহারা পাল্টে দিয়ে বাংলাদেশকে আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করবেন। উনি আবার আসল চেহারা পাল্টে বাংলাদেশকে জঙ্গিবাদের দেশ করে দেবেন, বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আরেকবার সুযোগ দেয়ার আগে দেশের জনগণ বিএনপি নেতৃত্বাধীন বিগত চারদলীয় জোট সরকারের ‘হত্যা, খুন, নির্যাতন ও দুর্নীতির’ বিচার করবে।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী ও মেসবাহ উদ্দিন সিরাজ, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস এবং কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী ও এনামুল হক শামীম এ মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।