শিশু পরাগ অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কেরানীগঞ্জে যুবলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম ওরফে জুয়েল মোল্লাকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল কেরানীগঞ্জের সুভাঢ্যায় তার বাড়ির পাশের ভবন থেকে তাকে আটক করে। সেখান থেকে তাকে মিন্টো রোডে ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে বাসা থেকে আটক করা হয়েছে।
জুয়েলের পারিবারিক সূত্র জানিয়েছে, সাদা পোশাক পরিহিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য তাকে তুলে নিয়ে যায়। এসময় জুয়েল তার বাসার পাশের একটি ভবনে লুকিয়ে থাকলে তাকে তল্লাশি চালিয়ে খুঁজে বের করা হয়।
গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল কেরানীগঞ্জের সুভাঢ্যায় ছুটে যায় এবং ঐ বাড়িতে মোল্লা জুয়েলের অবস্থান নিশ্চিত হওয়ার পরই তারা প্রথমে ওই বাড়ির আশেপাশে অবস্থান নেয়। পরে তারা বাড়ির ভিতরে ঢোকে।
এলাকাবাসী জানিয়েছে, দুপুর ১২ টার সময় একটি মাইক্রোবাস বাসার সামনে এসে থামে। সাদা পোশাকধারী পুলিশের বেশ কয়েক জন সদস্য গাড়ি থেকে নেমে দ্রুত তারা বাড়ির ভিতরে ঢুকে পড়ে। এরপর দেড়টার দিকে বাসা থেকে জুয়েলকে নিয়ে মাইক্রোবাস করে নিয়ে যায় তাকে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সানোয়ার হোসেন জানান, তাকে মূলত জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। তাকে গ্রেফতার দেখানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন জিজ্ঞাসাবাদের পর প্রয়োজন হলে গ্রেফতার দেখানো হবে।
উল্লেখ, বৃহস্পতিবার হাইকোর্ট আমির-জুয়েলকে গ্রেফতার করতে রুল জারি করে।
পরাগ অপহরণের পর থেকেই মিডিয়াতে যুবলীগ নেতা জুয়েল মোল্লার জড়িত থাকার বিষয়টি বেরিয়ে আসে। পরাগকে উদ্ধার করার পর জুয়েল মোল্লা একটি সংবাদ সম্মেলন করে নিজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন।