নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করে গোটা দেশকে অচল করে দেওয়ার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “আন্দোলন বেগবান করতে হবে। ঢাকা হচ্ছে আন্দোলনের প্রাণ কেন্দ্র। আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করে ঢাকাকে অচল করতে হবে। গোটা দেশকে অচল করে দিতে হবে।”
আগামী ২৮ নভেম্বর ১৮দলীয় জোটের জনসভা সফল করতে বৃহস্পতিবার রাজধানীর ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সদস্য সচিব আব্দুস সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
মির্জা ফখরুল বলেন, “আমরা একটার পর একটা আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করার চেষ্টা করছি।”
তিনি বলেন, “নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা থাকলে আওয়ামী লীগ নেতাকর্মীদের রাস্তায় খুঁজে পাওয়া যেত না।”
দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত করে জনগণকে সাহস যোগানোর আহবান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “২৮ নভেম্বরের জনসভা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলনের পুরোপুরি পরিকল্পনা ঘোষণা করবেন। ওই পরিকল্পনায় সরকার দাবি মানতে বাধ্য হবে। নইলে জনগণের উত্তাল তরঙ্গে ভেসে যেতে হবে।”
রুখে দাঁড়ানোর সময় এসেছে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের শরিক দলের ওপর অত্যাচার হয়েছে তারা যখন রুখে দাঁড়িয়েছে। পুলিশ বাহিনী তখন পিছু হটছে।”
মির্জা ফখরুল বলেন, “আমাদের আন্দোলন থেকে পিছু হটার কোনো সুযোগ নেই।”
এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত র্যালির উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার হাত রক্তে রঞ্জিত। তাই ফ্যাসিবাদী হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
জাতীয়তাবাদী যুবদল আয়োজিত র্যালি পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।
তারেক রহমান দেশে সৃজনশীল রাজনীতি শুরু করেছিলেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অতীতের চেয়ে তারেক রহমান অনেক বেশি শক্তিশালী। তিনি এখন দেশের ১৬ কোটি মানুষের নেতা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আজকের এইদিনে আল্লাহর কাছে একটাই চাওয়া দ্রুত তারেক রহমান যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।
বেলা সোয়া চারটার দিকে আকাশে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।