টেকনাফের হোয়াইক্যং বৌদ্ধ পল্লীতে হামলার মূল পরিকল্পনাকারী মমতাজ আহমদ (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে হোয়াইক্যং ইউনিয়নের উংচিপ্রাং স্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মমতাজ আহমদ হোয়াইক্যং ইউনিয়নের লম্বারবিল এলাকার মৃত জাফর আলীর ছেলে ।
টেকনাফ থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরহাদ জানান, হোয়াইক্যং ফাঁড়ি পুলিশের ইনচার্জ বখতিয়ার আহমদের নেতৃত্বে মমতাজ আহমদকে গ্রেফতার করা হয়েছে। মমতাজের নেতৃত্বে একদল দুর্বৃত্ত গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় মিছিল সহকারে হোয়াইক্যং বৌদ্ধ পল্লীতে হামলা ও অগ্নিসংযোগ করে। এ ব্যাপারে টেকনাফ থানায় দুটি মামলা হয়েছে।
এছাড়া রামুতে ২৯ সেপ্টেম্বরের সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার আরো দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন- উপজেলা ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপী বুথপাড়ার জাফর আলমের ছেলে সৈয়দ আকবর (৩০) ও জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে আবদুল জলিল (২৮)।