বিবিসির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন টনি হল। শুক্রবার বিবিসির অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়। আগামী বছরের মার্চে আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বর্তমান ভারপ্রাপ্ত মহাপরিচালক টিম ডেভি।
টনি হল লন্ডনের শিল্পকলার প্রাণকেন্দ্র রয়েল অপেরা হাউজের প্রধান নির্বাহীর দায়িত্বে ছিলেন। তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বিবিসির বার্তাপ্রধানসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
বিবিসি ট্রাস্ট্রের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার এক বৈঠকে সর্বসম্মতিক্রমে টনি হলকে নিয়োগ দেওয়ার বিষয়ে মত দেন ট্রাস্ট্রের সদস্যরা।
অঙফোর্ডের কেবল কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ের ওপর পড়াশোনা করেছেন টনি হল।
বিবিসির নিউজ নাইট অনুষ্ঠানে ব্রিটিশ রাজনীতিবিদ লর্ড ম্যাক আলপাইনের বিরুদ্ধে শিশুদের প্রতি যৌন হয়রানির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে প্রতিবেদন প্রচার করা হয়। এর সত্যতা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এরই জের ধরে পদত্যাগ করেন সাবেক মহাপরিচালক জর্জ এন্টউইসল।