দিনাজপুরের ফুলবাড়ীতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। তেল-গ্যাস-বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির ডাকা সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় সমাবেশ স্থল নিমতলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়।
শুক্রবার সকাল ১১টায় ১৪৪ ধারা জারি বলবৎ করতে মাইকিং করার সময় তেল-গ্যাস-বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির নেতাকর্মীরা জোর করে মাইকিং বন্ধ করে দেয়।
এদিকে, সংঘর্ষের আশঙ্কায় ফুলবাড়ীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, ফুলবাড়ীর ৬ দফা চুক্তি বাস্তবায়ন ও মন্ত্রণালয়ের এশিয়া এনার্জির সার্ভে কাজে সহযোগিতা করার আদেশমূলক চিঠি প্রত্যাহারের দাবিতে তেল-গ্যাস-বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির ডাকে বিকেল ৩টায় নিমতলা মোড়ে সমাবেশ হওয়ার কথা ছিল।