আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তুবা গ্রুপের একটি পোশাক কারখানায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচজন শ্রমিক নিহত এবং শতাধিক আহত হয়েছেন। অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্থানীয় হাসপাতালে নেওয়া হচ্ছে।
আগুন লাগার পর কারখানাটির ছয়তলা ভবনের ভেতরে দুই থেকে তিন হাজার পোশাকশ্রমিক আটকা পড়ে। আগুনের সূত্রপাত হয় নিচতলার স্টোররুম থেকে
ফায়ার কন্ট্রোল অফিস থেকে জানা যায়, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভানোর কাজে রয়েছে।