বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের(এফবিসিসিআই) ভোটগ্রহণ শেষ হয়েছে। রাত ৯টায় সবার সামনে চেম্বার গ্রুপের ভোট গণনা শুরু হলে এখন পর্যন্ত চেম্বারগ্রুপে কাজী আকরাম প্যানেল এগিয়ে আছে। কাজী আকরাম প্যানেল থেকে এগার জন এবং চার জন আনিসুল হকের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।
সর্বমোট ভোট পড়েছে ১৭২২টি, এর মধ্যে জেলা চেম্বারের ভোট ৩৯০ ভোটের মধ্যে ৩৮৩টি, এসোসিয়েশন গ্রুপ থেকে ১৬১১ টির মধ্যে ভোট ১৪৩৯টি।
এদিকে এফবিসিসিআই নির্বাচনে অ্যাসোসিয়েশন গ্রুপের ভোটার হাজী আমিরুদ্দীন বিপুকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
আমিরুদ্দীন পেপার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি। তার ভোটার নম্বর ৯৪৩।
আনিসুল হক নেতৃত্বাধীন গণতান্ত্রিক পরিষদের সমর্থক আমিরুদ্দীন বিপু দাবি করেন, ফেডারেশন ভবনে যাওয়ার পর কাজী আকরাম উদ্দিন আহমদ নেতৃত্বাধীন প্যানেলের সমর্থকরা তাকে মারধর করে।
এদিকে সকালে আনিসুল হকও ফেডারেশন ভবনে গিয়ে প্রতিপক্ষের বাধার মুখে পড়েন। ভোটার কিংবা প্রার্থী না হওয়ার পরও তার সেখানে যাওয়া নিয়ে আপত্তি তোলা হয়।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৯টায় শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সন্ধ্যায় নির্বাচনী বোর্ড ফল প্রকাশ করবে।
নির্বাচনে ৩০টি পরিচালক পদের বিপরীতে দুটি পানেল থেকে ৬৩ জন প্রার্থী হয়েছেন। এর মধ্যে চেম্বার গ্রুপে ৩০জন ও অ্যাসোসিয়েশন গ্রুপে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।