থ্রিজি’র পর এবার ইউরোপের মোবাইল অপারেটর ইই ফোরজি নেটওয়ার্কের বাস্তবায়নের পুরো প্রস্তুতি সম্পন্ন করেছে৷ আর তাই ঝুলে থাকা দামের বিষয়টিও গ্রাহকদের সামনে তুলে ধরা হয়েছে৷ ফোরজি সেবা পেতে প্রতিমাসে গ্রাহকদের গুণতে হবে নূন্যতম ৩৬ ইউরো৷
তবে আপাতত এ সেবা অভ্যন্তরীণ কল এবং এসএমএসের জন্যই প্রযোজ্য হবে৷ নূন্যতম এ প্যাকেজ সেবা উপভোগ করতে পারবেন ইউরোপের ফোরজি প্রত্যাশীরা৷ এ প্যাকেজের আওতায় গ্রাহকেরা পাবেন ৫০০ মেগাবাইট পর্যন্ত ডাটা অ্যালাওয়েন্স সুবিধা৷
থ্রিজি প্রযুক্তির তুলনায় ফোরজি আরো কয়েকধাপ এগিয়ে৷ ডাটা ডাউনলোড এবং ইন্টারনেট গতির প্রশ্নে থ্রিজিকে ছাড়িয়ে যাবে ফোরজি৷ অনলাইনে কোনো বাফারিং টাইম ছাড়াই রিয়েল টাইম ভিডিও এবং অডিও প্লে নিশ্চিত করবে ফোরজি নেটওয়ার্ক৷
উল্লেখ্য, গত বছর ফোরজি সেবা দিতে নিলামে অংশ নেয় ‘ইই’, ‘ওটু’ এবং ‘ভোডাফোন’ অপারেটর৷ কিন্তু সর্বোচ্চ দামে এবং সবচেয়ে সাশ্রয়ী দামে ভোক্তাদের এ সেবা দেওয়ার অগ্রাধিকার পায় ‘ইই’ অপারেটর৷ নতুন স্পেকট্রামের আওতায় ফোরজি সেবা পেতে ইউরোপের ভোক্তারা এখন সম্পূর্ণ প্রস্তুত৷
তবে ইউরোপ-আমেরিকায় থ্রিজির যুগ শেষ হয়ে ‘ফোরজি’র যুগ শুরু হলেও সমপ্রতি বাংলাদেশে স্বল্প পরিসরে চালু হলো থ্রিজি সুবিধা৷ যা মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক দিচ্ছে৷ (সূত্র : ওয়েবসাইট)