ঢাকা : এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা দ্বিতীয় দফায় প্রথম দিনের হরতাল চলছে বিক্ষিপ্ত সংঘর্ষ, আটক ও বোমা-ককটেল বিস্ফোরণের মধ্যদিয়ে। বেলা ১১টা পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনার সংবাদ পাওয়া যায়নি। তবে বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত সপ্তাহে তিন দিন হরতালের পর রোববারও একই কর্মসূচি দেয়া হয়। রোববার সকাল-সন্ধ্যা হরতালের পর সোমবারও দিনব্যাপী হরতাল ডেকেছে বিরোধী দল।
হরতালের শুরুতেই সকাল সাড়ে ৬টার দিকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি মিছিল বের হওয়ার পরপরই কাছাকাছি তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়েছে বলে খবর পাওয়া যায়নি।
ভোর থেকেই বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মোস্তাফিজুর রহমার বাবুলের নেতৃত্বে ওই মিছিল বের হয়েছিল। মিছিল থেকে পুলিশ রিজভী, বাবুলসহ কয়েকজনকে প্রিজন ভ্যানে তুলে নেয়। কয়েক মিনিট পর অবশ্য তাদের ছেড়ে দেয়া হয়।
ওই সময় ১৮ দলীয় জোট শরিক লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বিএনপি কার্যালয়ে এলে তাকেও আটক করে পুলিশ। আটক করা হয় ছাত্রদল নেত্রী নিশীতা ও উর্মিকে। বিএনপি কার্যালয়ের সামনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা অবস্থান নিলেও কোনো কর্মীকে সেখানে যেতে দেয়া হচ্ছে না। হরতালের সমর্থনে কাঁটাবন এলাকায় ছাত্রদল একটি মিছিল বের করলে পুলিশ ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকা থেকে মিছিলের প্রস্তুতিকালে ১৪ জনকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ। ওই থানার ওসি ওয়াজেদ আলী বার্তা২৪ ডটনেটকে জানান, মিছিল থেকে ধ্বংসাত্মক কাজের প্রস্তুতি ছিল বলে তাদের কাছে খবর ছিল। এজন্য মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
পুলিশের আচরণে ক্ষোভ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল সাংবাদিকদের বলেন, “সরকার বিরোধী দলকে তার গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দিচ্ছে না। তারা দেশটাকে কারাগারে পরিণত করেছে।” রাজধানীতে হরতালের সমর্থনে রামপুরাও মিরপুরে জামায়াতে ইসলামীর মিছিল দেখা গেছে। তবে পিকেটিং খুব একটা নেই।
হরতালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন, বিমান ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকার সড়কে কিছু বাস চলছে। চলছে টেম্পু ও অটো রিকশাও। অন্যান্য হরতালের মতো রাজপথে প্রচুর রিকশা রয়েছে। হরতালে অফিস-আদালত খোলা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বন্ধ। রোব ও সোমবারের এইচএসসি পরীক্ষাও পেছানো হয়েছে।
এদিকে, সরকারি দল আওয়ামী লীগও হরতাল প্রতিরোধে মাঠে রয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে হরতাল বিরোধী মিছিল বের করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিয়েছেন কেন্দ্রীয় নেতারা।
গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক মো. আনসার। তাদের সরকার গুম করেছে বলে বিএনপি দাবি করলেও সরকারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।