আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন গার্মেন্টেসে অগ্নিকান্ডের ঘটনায় ৭ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। ৩ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিলেন নির্দেশও দেয়া হয়েছে।
ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কে আহ্বায়ক করে গঠিত এ তদন্ত কমিটিতে রয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার (ঢাকা), উপ পরিচালক (ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স), বিজিএমইএ’র প্রতিনিধি, শ্রম পরিদফতরের প্রতিনিধি, গার্মেন্টস ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি।
এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
তদন্ত কমিটির দ্বায়িত্বের মধ্যে রয়েছে, অগ্নিকান্ডের কারণ নির্ণয় ও দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ।
কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে।
ভবিষ্যতে এ ধরনের অগ্নিকান্ড যেন না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে করণীয় সর্ম্পকে নির্দেশনার প্রদানের কথাও বলা হয়েছে তদন্ত কমিটিকে।
ঢাকা বিভাগীয় কমিশনার এ এন সামশুদ্দিন আল আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তদন্ত কমিটি গঠনের কথা বলা হয়েছে।
শনিবার সন্ধ্যায় তোবা গ্রুপের ওই পোশাক কারখানাটিতে আগুন লাগে। ইতোমধ্যেই আগুনে নিহত ১৮০ জনের লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। নিহত ও লাশ উদ্ধারের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।