কড়া পুলিশ পাহারার মধ্যেই সচিবালয়ে হরতাল চলাকালে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। রোববার ৩টা ৫১ মিনিটে সচিবালয়ের ২ নম্বর ফটকের কাছে বোমা দুটির বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে। তবে আনসার কর্মকর্তা আশীষ কুমার রায়ের গাড়ির কাচ বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণটি সচিবালয়ের যে স্থানে ঘটেছে, তার পাশেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় (৮ নম্বর ভবন)। বিস্ফোরণের সময় মন্ত্রী সাহারা খাতুন তার দপ্তরে ছিলেন।
সচিবালয়ের নিরাপত্তা কর্মকর্তা এবং গোয়েন্দা পুলিশের বোমা বিশেষজ্ঞ দল বোমা বিষ্ফোরণের স্থল পরিদর্শন করেন। বিশেষজ্ঞ দলের প্রধান সানোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, এ দুটি ছিল ককটেল বা হাতে তৈরি বোমা, এর ভেতরে স্পিন্টার ছিল না, তাই শব্দ বেশি হয়েছে।
প্রায় ১২ ফুট দূরত্ব থেকে বোমা দুটি ছুড়ে মারা হয়েছে জানিয়ে তিনি বলেন, মনে হচ্ছে, যারা মেরেছে, তারা এ কাজে বেশ দক্ষ। মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ইব্রাহিম ফাতেমী বলেন, এই বিস্ফোরণের উদ্দেশ্য ছিল আতঙ্ক সৃষ্টি। এই ঘটনার পর সচিবালয়ের নিরাপত্তা আরো বাড়ানো হচ্ছে বলে জানান তিনি।
একটি বোমা বিস্ফোরিত হয়েছে জিরো পয়েন্টের কাছের ওই ফটকের দেয়ালে এবং অন্যটি গিয়ে পড়ে সচিবালয়ের ভেতরে গাড়ি রাখার স্থানে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা ৩ টা ৫১ মিনিটের দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবন লক্ষ্য করে দুটি বোমা ছুড়ে মোটরসাইকেল আরোহীরা জিপিও’র দিকে পালিয়ে যায়। দুটি বোমা একই সঙ্গে প্রকট শব্দে বিস্ফোরিত হয়।
সচিবালয়ের সামনে ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সচিবালয়েও অফিস করেন। এ উপলক্ষ্যে সচিবালয় এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ছিল। এর মধ্যেই ঘটে এই বোমা বিস্ফোরণের ঘটনা।