ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া।
রবিবার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসায় এ নৈশভোজের আয়োজন করা হয়।
বিএনপি চেয়ারপার্সনের প্রেসসচিব মারুফ কামাল খান বার্তা ৭১ ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময়ে বিএনপি নেতাদের মধ্যে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান, ভাইস চেয়ারম্যান সাবিহ উদ্দিন আহমেদ ও শমসের মোবিন চৌধুরী উপস্থিত ছিলেন ।