নিবন্ধিত ৩৮টি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু আজ রবিবার সকাল ১০টা থেকে। সাত দিনে ৩৮টি রাজনৈতিক দলের সঙ্গে আলাদাভাবে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সম্মেলন কক্ষে প্রতিদিন সকাল ১০টায় সংলাপ শুরু হয়ে পর্যায়ক্রমে বেলা ৩টা পর্যন্ত চলবে। সংলাপে প্রতিটি দলের জন্য সময় থাকবে এক ঘণ্টা।
এর আগে সব দলের সঙ্গে চার দিন সংলাপের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি একই দিন জামায়াতে ইসলামীর সঙ্গে সংলাপে বসতে রাজি না হওয়ায় সংলাপের আলাদা তারিখ নির্ধারণ করেছে ইসি।
প্রথম দিনের সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে ছয়টি দলকে। সংলাপের চতুর্থ দিন (২৯ নভেম্বর) আমন্ত্রণ জানানো হয়েছে আওয়ামী লীগকে। আর বিএনপিকে ডাকা হয়েছে পঞ্চম দিন (২ ডিসেম্বর)। জাতীয় পার্টির সংলাপ ২৮ নভেম্বর আর জামায়াতের ৩ ডিসেম্বর।
প্রথম দিনের (২৬ নভেম্বর) সংলাপে আমন্ত্রণ পেয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।
দ্বিতীয় দিন (২৭ নভেম্বর) গণতন্ত্রী পার্টি, গণফ্রন্ট, গণফোরাম, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাকের পার্টি।
২৮ নভেম্বর জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাতীয় পার্টি, জাতীয় পার্টি-জেপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
২৯ নভেম্বর ন্যাশনাল পিপলস্? পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি, প্রগতিশীল গণতান্ত্রিক দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ আওয়ামী লীগ।
২ ডিসেম্বর বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
৩ ডিসেম্বর বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
৪ ডিসেম্বর বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), বিকল্পধারা বাংলাদেশ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।
এ বিষয়ে জানাতে চাইলে নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব) মো. জাবেদ আলী বার্তা ৭১ কে জানান, আমরা সুন্দর এবং শান্তিপূর্নভাবে এ সংলাপ অনুষ্ঠান করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আসা করি সকল দল এই সংলাপে অংশ নিবে।
সূত্র জানায়, গত সোমবার থেকেই নিবন্ধিত ৩৮টি রাজনৈতিক দলের প্রধান ও মহাসচিবকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো শুরু হয়েছে। চিঠিতে দলের প্রধান ও মহাসচিব উপস্থিত হতে না পারলে দলের তরফে তিনজন প্রতিনিধি পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। জানা গেছে, সংলাপের এজেন্ডায় থাকছে দুটি বিষয়। ভোটার তালিকা হালনাগাদ ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণ। বৈঠকে সীমানা পুনর্নিধারণের পদ্ধতি সম্পর্কে দলগুলোর মতামত নেওয়া হবে।
উল্লেখ্য: ২২ নভেম্বর সকাল ১১টায় এনজিওদের সাথে নির্বাচন কমিশনের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।