ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএনসিসি ও ডিএসসিসি) নতুন প্রশাসক নিয়োগ করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ নিয়োগ দেয়া হয়েছে। একইসঙ্গে অন্য এক আদেশে আগের দুই প্রশাসককে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।
দক্ষিণের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন উত্তরের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা পদে কর্মরত অতিরিক্ত সচিব নজরুল ইসলাম।
উত্তরের প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহমুদ রেজা খান।
ডিএসসিসির প্রশাসক জিল্লার রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এবং ডিএনসিসির প্রশাসক শাহজাহান আলী মোল্লাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।