দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) ওমর ফারুক তালুকদার মঙ্গলবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন। অবৈধ সম্পদ থাকার মামলায় তিনি জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
আজই এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন ফারুকের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু।
বিপুল পরিমাণ অর্থসহ ধরা পড়া ফারুকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় সোমবার আদালতে অভিযোগপত্র দেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা। এতে বলা হয়, ফারুক কমিশনে তার সম্পদের প্রকৃত তথ্য দেননি। আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ থাকার অভিযোগ এনে গত ১৪ আগস্ট রমনা থানায় একটি মামলা দায়ের করে দুদক।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ওমর ফারুক অবৈধভাবে এক কোটি ৪২ লাখ ৭৩ হাজার ১৮০ টাকার সম্পদ উপার্জন করেছেন। এছাড়া তিনি সম্পদ বিবরণীতে তিন লাখ চার হাজার ৯০০ টাকার তথ্য গোপন করেছেন।
চলতি বছরের ৯ এপ্রিল রাতে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ফটকে তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী ওমর ফারুক তালুকদারের গাড়িতে বিপুল অর্থ পাওয়ার পর তা নিয়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়।
ফারুকের গাড়িতে সেদিন ৭০ লাখ টাকা পাওয়া যায়। যা নিজের বলে দাবি করেন তিনি। তবে ওই টাকা রেলে নিয়োগে ঘুষ হিসেবে নেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহা-ব্যবস্থাপক ইউসুফ আলী মৃধার এবং কমান্ড্যান্ট এনামুল হকও ওই গাড়িতে ছিলেন।