ডেসটিনির পরিচালক রফিকুল আমিন, তার স্ত্রী ফারাহ দিবা, চেয়ারম্যান মো. হোসেনসহ গ্রুপের সকল ডিরেক্টর ও ট্রি প্ল্যানটেশনের প্রধান কর্মকর্তাদের যাবতীয় স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছে আদালত।
এ সম্পত্তির মোট মূল্য তিন হাজার ২৮৫ কোটি ২৫২ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা। ডেসটিনি গ্রুপের মোট ৩৫টি প্রতিষ্ঠান রয়েছে।
মঙ্গলবার দুপুরে মহানগর দায়রা জজ জহিরুল হক এ আদেশ দেন।
সকালে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এই আবেদন করেন।
এর আগে গত ২ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক তৌফিকুল ইসলামের আবেদনক্রমে ডেসটিনি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি, ডেসটিনি ট্রি প্ল্যানটেশন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ৫৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছিলেন একই আদালত।
উল্লেখ্য, সোনালী, অগ্রণী, জনতা, উত্তরা, এবি, ন্যাশনাল, সিটি, ইসলামী, সোসাল ইসলামী, ইউসিবিএল, ইস্টার্ন, এনসিসি, প্রাইম, সাউথ ইস্ট, ঢাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট, ডাচবাংলা, স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড চার্টার্ড, ওয়ান, কমার্স, যমুনা, প্রিমিয়ার, এশিয়া, ট্রাস্ট, শাহজালাল, ব্র্যাক, আল আরাফা ইসলামী, এইচএসবিসি ও পূবালী ব্যাংকে ডেসটিনির ৫৩৩টি অ্যাকাউন্ট রয়েছে।