ঢাকা, ২৭ নভেম্বর: যেকোনো মূল্যে ১৮ দলীয় জোটের পূর্ব নির্ধারিত ২৮ নভেম্বরের মহাসমাবেশ হবে বলে জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৮ দলের এক সাংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির ঢাকা মহানগরের আহ্বায়ক ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকা।
তিনি অভিযোগ করে বলেন, সরকার আমাদের প্রতিটি সমাবেশেই বাধা দিয়েছে এবং এবারও এর ব্যতিক্রম হয়নি। তিনি আরো বলেন, মিরপুর, ডেমরা, লালবাগসহ বিভিন্ন এলাকায় আমাদের দলের নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে, লিফলেট, ব্যানার, বিলবোর্ড ছিড়ে ফেলা হয়েছে।
সাদেক হোসেন খোকা বলেন, আমাদের আন্দোলন শুধুমাত্র ১৮ দলের জন্য নয়, সমগ্র দেশবাসীর। তাই চলমান এ আন্দোলনে সব পর্যায়ের জনগণকে অংশ গ্রহণের আহ্বান জানান তিনি।
খোকা সরকারকে উদ্দেশ্য করে বলেন, যত বাধাই আসুক আগামীকালের সমাবেশ হবেই হবে।
এসময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার ক্ষমতায় আসার পর থেকেই পরিকল্পিতভাবে গণতন্ত্রকে খাঁচায় আবদ্ধ করেছে। সংবিধান পরিবর্তন করে মানুষের মৌলিক অধিকার পর্যন্ত ক্ষুন্ন করেছে। তারা নির্বাচনী কোন ওয়াদাই পালন করতে পারেনি।
আশুলিয়া ও চট্টগ্রামে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে ফখরুল বলেন, এসব ঘটনায় বুঝা যায় সরকার চরম অবহেলার মধ্য দিয়ে দেশ পরিচালনা করছে। এসময় সরকারের কাছে হতাহতদের যথেষ্ট পরিমানে সহযোগিতার দাবিও জানান তিনি।
সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগরের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবদুস সালাম ও ১৮ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।