সম্প্রতি নেপালের একটি কারাগার থেকে দলবল নিয়ে পালানো ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে বলে গুঞ্জন ছড়িয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার বড়বাজার এলাকা থেকে স্থানীয় পুলিশ বাংলাদেশি বংশোদ্ভূত এ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
কলকাতায় সুব্রত বাইনের গ্রেফতারের বিষয়টি সরকারের কোনো পর্যায় থেকে এখন পর্যন্ত নিশ্চিত করেনি।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখায় দায়িত্বে থাকা সহকারী কমিশনার গাজী রবিউল ইসলাম বার্তা ৭১ কে জানান, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
প্রসঙ্গত, চলতি মাসের ৮ তারিখ নেপালের একটি কারাগার থেকে ৭৭ ফুট লম্বা সুড়ঙ্গ দিয়ে ১১ সন্ত্রাসী পালিয়ে যায়। যার মধ্যে অন্যতম ছিল শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। পলাতক এ সন্ত্রাসীরা কারাগারের ভেতর টুপি তৈরির কাজ করতো। টুপি তৈরি কাজের ফাঁকে ফাঁকে রাতে তারা এই সুড়ঙ্গ তৈরি করতো। সুড়ঙ্গে একটি মুখ ছিল জেলের ভেতরে যেখানে বাঁশের আসবাবপত্রের কারখানা অন্যটি জেলের বাইরে একটি ধান ক্ষেতের ভেতর। বাঁশ কাটার ছুরি দিয়ে ২০ ইঞ্চি চওড়া ও ২২ ইঞ্চি উচ্চতার এ সুড়ঙ্গটি তৈরি করা হয়।