বিরোধী দলকে হরতালের মতো কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।
তিনি বলেছেন, “আন্দোলন করে, হরতাল দিয়ে বিএনপির সরকার পতনের আশা পূরণ হবে না।”
এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপিসহ ১৮ দলীয় জোটের হরতালের মধ্যে রোববার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে হানিফ সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার বানচাল এবং বিরোধীদলীয় নেতা ও তার পুত্রদের দুর্নীতির বিচার যেন না হয়, সে জন্য সরকার পতনের লক্ষ্যে হরতাল দিয়েছে বিএনপি।”
“আমরা ভেবেছিলাম, বিএনপি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য হরতাল থেকে বিরত থাকবে,” বলেন হানিফ।
ইলিয়াস আলীকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি। তবে তার সন্দেহ, ইলিয়াস দলের অন্তর্কোন্দলের শিকার হতে পারেন।
বিভিন্ন স্থানে হরতালবিরোধী মিছিলের বিষয়ে হানিফ বলেন, “আওয়ামী লীগ পাল্টা কর্মসূচির রাজনীতিতে বিশ্বাসী নয়। আমরা নেতাকর্মীদের বলেছি, জনগণের পাশে থাকতে।”
বাংলাদেশের রাজনীতি সংঘাতের দিকে যাচ্ছে বলে একটি আন্তর্জাতিক প্রচার মাধ্যমে প্রচারিত প্রতিবেদনের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতি সবসময় সংঘাতপূর্ণ ছিল। সরকারি দলের বিরোধিতা সকল বিরোধী দলই করে।”
বিএনপির ডাকা দুদিনের হরতালের প্রথম দিন সকাল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকে। তবে অন্য হরতালের তুলনায় এদিন সংখ্যা ছিল কম।