নিউ ইয়র্ক, ২৮ নভেম্বর : যুক্তরাষ্ট্রে সন্ত্রসী হামলার পরিকল্পনার অভিযোগ অস্বীকার করে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন বাংলাদেশি যুবক কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিস।
নিউ ইয়র্কের ব্রুকলিন ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট মঙ্গলবার নাফিসের জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছে।
ফেডারেল কোর্টের মুখপাত্র রবার্ট নারডোজা জানান, গ্র্যান্ড জুরি নাফিসের বিরুদ্ধে বিচার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেয়ায় মঙ্গলবার তাকে ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হয়।
শুনানিতে তিনি নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ উড়িয়ে দেয়ার পরিকল্পনাসহ সব অভিযোগ অস্বীকার করেন।
বিচারক ক্যারল ব্যাগলে আমন শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে কাজী নাফিসকে কারাগারে পাঠাতে বলেন এবং ৯ জানুয়ারি মামলার পরবর্তী দিন রাখেন।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কনসুলার মিনিস্টার শামসুল হক এবং নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল মো. শাহেদুল ইসলাম শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন।
গত ১৭ অক্টোবর কথিত ‘স্টিং অপারেশনের’ মাধ্যমে নাফিসকে গ্রেপ্তার করে নিউ ইয়র্ক পুলিশ ও এফবিআই। তারা জানায়, এই বাংলাদেশি যুবক এক হাজার পাউন্ড বিস্ফোরক দিয়ে ফেডারেল রিজার্ভ ভবন উড়িয়ে দেয়ার চেষ্টা করেছিল। কিন্তু তার ভ্যানে ‘সত্যিকারের বিস্ফোরক’ না থাকায় সেটি আর ফাটেনি।