নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ৯ ডিসেম্বর সারাদেশে রাজপথ অবরোধের কর্মসূচি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
বুধবার নয়া পল্টনে ১৮ দলীয় জোটের জনসভায় এই কর্মসূচি ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
অবরোধ ছাড়াও মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন তিনি।
খালেদা জিয়া বিকাল ৩টা ১০ মিনিটে মঞ্চে পৌঁছালে নেতাকর্মীরা করতালি দিয়ে তাকে বরণ করে নেন। হালকা ঘিয়ে রঙের শাড়ি পরিহিত খালেদা জিয়া হাত নেড়ে অভিবাদনের জবাব দেন।
এর আগে খালেদা জিয়া সাদা পাজেরোতে করে সমাবেশস্থলে পৌঁছালে ভিড় ঠেলে তাকে মঞ্চে আনতে নেতাকর্মীদের বেগ পেতে হয়।
দুপুর ২টায় জনসভার কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও দেড়টায় মহানগর ১৮ দলীয় জোটের মহানগর প্রধান সাদেক হোসেন খোকার সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। শুরুতে বিএনপির অঙ্গসংগঠন ও জোটের মহানগর নেতারা বক্তৃতা দেন।
এর আগেই নয়া পল্টনে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।