গুগল আইও ২০১৩’ সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিনের এক ঘোষণায় বলা হয়, সান ফ্রান্সিসকোর মস্কন সেন্টারে তিন দিনব্যাপী এ সম্মেলন শুরু হবে ১৫ মে ২০১৩ তারিখে।
গত বারের আইও সম্মেলনে অ্যানড্রয়েড ৪.১ জেলি বিন, নেক্সাস ৭ ট্যাবলেট ও নেক্সাস কিউ অবমুক্তের ঘোষণা দিয়েছিল গুগল।
বার্ষিক এ সম্মেলনে ডেভলপাররা অংশ নেওয়ার সুযোগ পাবে। এ সম্মেলনের বিস্তারিত তথ্য জানা যাবে এ লিংকে- https://developers.google.com/events/io/