বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
রাজধানীর বিএমএ ভবনে নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোয় ভোটগ্রহণ শুরু হয়। যেসব এলাকায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল নেই সেসব স্থানে জেলা সিভিল সার্জন অফিসে ভোটগ্রহণ চলছে।
নির্বাচনে মোট ভোটার সাড়ে ৩৩ হাজার জন। এদের মধ্যে ১৮ হাজার প্রাইভেট প্র্যাকটিশনারস এবং সাড়ে ১৫ হাজার সরকারি চিকিৎসক।
এবারের নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) তাদের সমমনা চিকিৎসক সংগঠনগুলোর সমর্থন ছাড়াই প্রতিদ্বন্দ্বিতা করছে।
স্বাচিপের প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সভাপতি মাহমুদ হাসান। মহাসচিব পদে লড়ছেন ইকবাল আর্সলান।
অন্যদিকে বিএনপি সমর্থিত সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জামায়াতে ইসলামী সমর্থিত ন্যাশনাল ডক্টরস ফোরামের সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
এই প্যানেলে সভাপতি পদে আজিজুল হকের সঙ্গে মহাসচিব পদে প্রার্থী হয়েছেন সাবেক মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন।