মেহেরপুর, ৩০ নভেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের নেতা শাহিদুজ্জামান বেল্টুকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে সন্ত্রাসীরা শাহিদুজ্জামানের বাড়ির দোতলায় উঠে তাঁর শোবার ঘরে গুলি করে।
নিহত শাহিদুজ্জামান গাংনী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মেহেরপুর জেলা বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাত সাড়ে নয়টার দিকে দেবীপুর গ্রামের মৃত হারেজ উদ্দিনের ছেলে শাহিদুজ্জামান তাঁর শোবার ঘরে বসে টেলিভিশন দেখছিলেন। এ সময় ৮-১০ জন মুখোশধারী সন্ত্রাসী তাঁর ঘরে ঢুকে মাথায় গুলি করে পালিয়ে যায়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক জানান, তিনি দলের প্রভাবশালী নেতা ছিলেন। তাঁকে কেন হত্যা করা হল, তা দলীয়ভাবে তদন্ত করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গাংনী আওয়ামী লীগ কঠোর কর্মসূচী নিয়ে মাঠে নামবে বলে জানান তিনি।