জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার সাংস্কৃতিক কর্মীদের মারধরের প্রতিবাদে আজ রোববার দুই শতাধিক সাধারণ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে সাংস্কৃতিক জোটের ব্যানারে মিছিলটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে এসে শেষ হয়।
উপাচার্যের বাসভবনের সামনে সমাবেশ থেকে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ এবং সাংস্কৃতিক কর্মীদের মারধরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন
অপরদিকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা’ অনুযায়ী হামলার ঘটনায় প্রীতিলতা হলের প্রভোস্ট অধ্যাপক ড. লুৎফর রহমানকে তদন্ত কমিটির প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তন্দন্ত কমিটির অন্যান্য সদস্যরা অধ্যাপক আহমেদ রেজা এবং সদস্য সচিব ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলী। তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ রিপোর্ট দিতে বলা হয়েছে।