বার্তা৭১ডটকমঃ মতলব দক্ষিণ উপজেলার মতলব পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী উম্মে হাবিবা নামে এক ছাত্রীকে জুতাপেটা করলেন বিদ্যালয়ের এক শিক্ষক মো. শামসুল হক। উম্মে হাবিবা ২০১২ সালের ব্যবসায় শিক্ষা বিভাগের এসএসসি পরীক্ষার্থী তার রোলনং ৫ হাবিবার গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার লক্ষীপুর গ্রামে।
এই ঘটনায় শিক্ষক শামসুল হক কে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতিও প্রদান করা হয়।
উম্মে হাবিবা বলেন, ‘‘হিসাব বিজ্ঞানের ক্লাস শেষ হওয়ার ঘন্টা বেজে উঠলে আমি স্যারকে ঘন্টা পড়ার কথা মনে করিয়ে দিলে তিনি হঠাৎ আমার প্রতি রাগান্বিত হয়ে উঠেন। উত্তেজিত অবস্থায় আমার মাথার চুল ধরে টান দেন এবং সবার সামনে আমাকে কয়েকবার জুতাপেটা করেন। আমি লজ্জায় ও ক্ষোভে কান্নায় ভেঙ্গে পড়ি। বিষয়টি প্রধান শিক্ষককে জানাই তিনি মীমাংসার আশ্বাস দিলে আমি চলে আসি স্যারের কাছে প্রাইভেট না পড়ার কারণে তিনি এঘটনাটি ঘটিয়েছেন বলে আমার বিশ্বাস’’
একই প্রশ্নের জবাবে হাবিবার মা রুমা আক্তার বলেন, এ ঘটনায় আমাদের সম্মানের অনেক হানী গঠেছে আমার মেয়ের মান ভেঙ্গে পড়েছে। হাবিবার বাবা বলেন, এটি খুবই দুঃখজনক উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিকে জানানো হয়েছে আমি সুষ্ঠু বিচার চাই।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শামসুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘হিসাব বিজ্ঞানের ক্লাস শেষে ঘন্টা পড়ায় ওই ছাত্রী হৈ চৈ করছিল। থামতে বলায় সে আমার সংগে বেয়াদবি করে। এতে রাগের মাথায় ওকে আমি জুতাপেটা করি। ঘটনার জন্য আমি অনুতপ্ত ও লজ্জিত।’
বুধবার দুপুরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির এক সভায় উক্ত শিক্ষককে অব্যাহতি প্রদান করার সিদ্ধামত্ম নেয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য-সচিব মুহাম্মদ কবির হোসেন সাময়িক অব্যাহতি প্রদানের সত্যতা নিশ্চিত করেন।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রকৌশলী সলিমউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদমত্ম কমিটি গঠন করা হয়। তারা হলেন ব্যবস্থাপনা কমিটির সদস্য প্রভাষক জসিম উদ্দিন, মতলব জে বি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বোরহানউদ্দিন।