বার্তা৭১ডটকমঃ সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ দীর্ঘস্থায়ী ফুসফুসের সমস্যায় ভুগছেন। তার ব্যক্তিগত স্বাস্থ পর্যবেক্ষক জানিয়েছেন যে কোনো মুহুর্তে তার অবস্থার আরো অবণতি ঘটতে পারে। বুধবার যুক্তরাজ্যে নিযুক্ত ইকুয়েডরের রাষ্ট্রদূত আনা আলবান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। যুক্তরাজ্যে নিযুক্ত ইকুয়েডরের রাষ্ট্রদূত আনা আলবান কুইটোয় সফরকালে স্থানীয় টিভি নেটওয়ার্ককে বলেন, অ্যাসাঞ্জের দীর্ঘস্থায়ী ফুসফুসের সমস্যা রয়েছে। যে কোনো সময়ে ওই অবস্থার অবণতি হতে পারে। তিনি আরো বলেন, ইকুয়েডর অ্যাসাঞ্জের চিকিৎসা ব্যয় বহন করছে এবং তার স্বাস্থ্য পরীক্ষায় নিয়মিত চিকিৎসকের ব্যবস্থা করা হয়েছে। যুক্তরাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, ইকুয়েডর দূতাবাস থেকে বের হওয়া মাত্র অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করা হবে। বর্তমানে লন্ডনের ইকুয়েডর দূতাবাসের সামনে সার্বক্ষণিক পুলিশি নজরদারি রয়েছে।