ঢাকা, ৩০ নভেম্বর: আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র নির্বাচন। নির্বাচনকে ঘিরে রিপোর্টার্স ইউনিটিতে বিরাজ করছে উৎসবের আমেজ। শেষ মুহুর্তে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি সম্বলিত প্রচারপত্রও বিলি করছেন সবাই। সাংবাদিকদের এই নির্বাচনে অন্যদের মত পোস্টারিং না থাকলেও টেবিলে টেবিলে শোভা পাচ্ছে প্রার্থীদের ছবি সম্বলিত প্রচারকার্ড। বৃহস্পতিবার দুপুরে ইউনিটির বার্ষিক সাধারণ সভা শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এতে ইউনিটির সদস্য, বর্তমান পরিচালনা পরিষদের সদস্য ছাড়াও সাবেক কয়েকজন সভাপতি ও উপস্থিত ছিলেন।
সভায় বর্তমান সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু গত অর্থ বছরের কার্য বিবরণী এবং অর্থ সম্পাদক মো. শফিকুল ইসলাম আয়-ব্যায়ের হিসাব তুলে ধরেন।
এবার ২১ পদে ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৪টি সম্পাদকীয় পদসহ ও ৭টি নির্বাহী সদস্য পদে এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনে ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ৬টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৬ ছয় জন। এবারের নির্বাচনে সভাপতি পদে- শাহেদ চৌধুরী (দৈনিক সমকাল) ও আসাদুজ্জামান সম্রাট (বাংলা মেইল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- প্যাট্রিক ডি কস্তা (মাইটিভি), ওমর ফারুক আল-হাদী (দৈনিক ইনকিলাব), জিয়াউল কবির সুমন (দিগন্ত টিভি) ও নিত্য গোপাল তুতু (দৈনিক সূর্যোদয়)।
সাধারণ সম্পাদক পদে- সাজ্জাদ আলম খান তপু (দৈনিক যুগান্তর), ইলিয়াস খান (দৈনিক আমার দেশ) ও শওকত ওসমান রচি (দৈনিক নয়া দিগন্ত) প্রতিদ্বন্দ্বিতা করছেন। যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- সৈয়দ শুকুর আলী শুভ (বাংলাদেশ সংবাদ সংস্থা), ইলিয়াস হোসেন (ইন্ডিপেন্ডেন্ট টিভি) ও আবুল বাসার নূরু (আমাদের সময়)। অর্থ সম্পাদক পদে- হাসান আরিফ (আমাদের সময়) ও রেজাউল করিম (ডেইলি ফিনান্সিয়াল এক্সপ্রেস), সাংগঠনিক সম্পাদক পদে- রাজু আহমেদ (গাজী টিভি) ওসমান গণি বাবুল (আরটিভি) ও মোস্তফা কাজল (বাংলাদেশ প্রতিদিন) প্রতিদ্বন্দ্বিতা করছেন। দফতর সম্পাদক পদে- কাজী হাবিব (দৈনিক কালবেলা)।
এছাড়াও ক্রীড়া সম্পাদক পদে- মোরসালিন আহম্মেদ (দৈনিক নয়া দিগন্ত) ও আমিনুল ইসলাম লিটন ( দৈনিক ডেসটিনি), সাংস্কৃতিক সম্পাদক পদে- মেহদী আজাদ মাসুম (প্রাইমখবর) ও মজিবুর রহমান (দৈনিক জনতা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কার্য নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- আইয়ুব আনসারী (এবি নিউজ), জামিউল আহসান শিপু (দৈনিক ইত্তেফাক), মোরসালীন নোমানী (বাংলাদেশ সংবাদ সংস্থা), শেখ মুহাম্মদ জামালউদ্দিন (দৈনিক ইনকিলাব), মিথুন মোস্তাফিজ (বৈশাখী টেলিভিশন), সাইদুল ইসলাম (এটিএন বাংলা), হাসান জাহিদ তুষার (ডেইলি স্টার) ও জিয়াউল হক সবুজ (বাংলাভিশন)।
যাদের বিরুদ্ধে কোনও প্রার্থী নেই তারা হচ্ছেন- দপ্তর সম্পাদক পদে- কাজী হাবিব (দৈনিক কালবেলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে- শহীদুল ইসলাম (দৈনিক সূর্যোদয়), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে- সাজ্জাদ হোসেন (বাংলাদেশ সংবাদ সংস্থা) ও নারীবিয়ষক সম্পাদক পদে- আইরিন নিয়াজি মান্না (দৈনিক যায়যায়দিন)।
এবারের নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক-সিইও মঞ্জুরুল আহসান বুলবুল।