স্পোর্টস ডেস্ক, ৩০ নভেম্বর : সিরিজের প্রথম ওয়ানডে জিতে নিল বাংলাদেশের টাইগাররা। পর পর দুটি টেস্ট ম্যাচ হেরে যাওয়ার পর প্রথম ওয়ানডেতে যেন বাঘের মতই গর্জে উঠল তারা। ঢাকায় বিশ্বকাপে ক্যারিবিয়ানদের কাছে লজ্জাজনক হারের প্রতিশোধ নিল খুলনায় গিয়ে।
৫৮ বল বাকি থাকতেই ৭ উইকেটে চলতি সিরিজের প্রথম ওয়ানডে জিতে নিল টাইগাররা।
এর আগে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ৫ বলে অলআউট হওয়ার আগে ১৯৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন সুনীল নারিন। গেইল ও ব্রাভো উভয়ই ৩৫ রান করে আউট হন।
ওয়েস্ট ইন্ডিজকে ১৯৯ রানে আটকে রাখতে ভালই ভূমিকা পালন করেন বাংলাদেশের স্পিনাররা। অতিথিদের টুঁটি শুরু থেকেই চেপে ধরেছিলেন তারা। ক্যারিবিয়ানদের গায়ে মারন কামড় বসিয়ে দিয়ে সোহাগ গাজী তুলে নেন ৪ উইকেট আর রাজ্জাক নেন ৩ উইকেট। নাইমের এক ওভারে ১৭ রান ছাড়া পুরো ম্যাচটিই নিজেদের করে নিয়েছিলেন বোলারা।
বোলারদের সাফ্যলের পর ব্যাটম্যানরা কি করেন তাই দেখার ছিল ম্যাচের পরবর্তী অংশে। ২০০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ধুন্ধুমার ব্যাটিং দিয়ে শুরু করেছিলেন তামিম ইকবাল ও অভিষিক্ত আনামুল হক। তামিম ৫৭ রানে আউটের পরে আনামুল ৪১ রানে সামির হাতে কট এণ্ড বোল্ড এর শিকার হন। মাঝে পোলার্ডের বলে ২৮ রান করে আউট হন নাসির হোসেন। এর পর মুশফিক-নাইম জুটি শেষ করেন বাকিটা ।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং: গেইল ৩৫, ব্রাভো ৩৫, নারিন ৩৬।
বাংলাদেশ বোলিং: উইকেট-মাশরাফি ১, সোহাগ গাজী ৪,আবদুর রাজ্জাক ৩,মাহমুদুল্লাহ ১।
বাংলাদেশ ব্যাটিং: তামিম ৫৮, আনামুল ৪১, নাইম ৪৭, নাসির ২৮, মুশফিক ১৬।
ওয়েস্ট ইন্ডিজ বোলিং: উইকেট-নারিন ১, স্যামি ১, রাসেল ১।
বাংলাদেশ পূর্ণ স্কোয়াড: মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আবদুর রাজ্জাক, নাসির হোসেন, মাশরাফি মোর্তজা, তামিম ইকবাল, নাইম ইসলাম, আনামুল হক (অভিষেক), মমিনুল হক (অভিষেক), সোহাগ গাজী (অভিষেক), আবুল হাসান (অভিষেক)।
ওয়েস্ট ইন্ডিজ পূর্ণ স্কোয়াড: ক্রিস গেইল, লেনড সিমনস, মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, কাইরেন পোলার্ড, ড্যারেন স্যামি, ডেভন থমাস, এন্ড্রু রাসেল, সুনিল নারিন, কেমার রোচ, রাভি রামপাল।
সাবাস বাংলাদেশ!!!!!!!!!!!! এই ওয়ান্ডেতে 4 জনের অভিষেক আমরা আশাকরি এটি স্বরনীয় হয়ে থাকবে