ঢাকা : রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ও গুলিস্তান পুলিশ বক্সের সামনে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুস্কৃতিকারীরা। রোববার রাতে বাস দুটিতে আগুন দেয় তারা। যাত্রীরা এ সময় বাস থেকে তাড়াহুড়ো করে নেমে যায়।
এতে কেউ আহত হয়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
জানা গেছে, বিএনপির নেতা ইলিয়াস আলীর নিখোঁজের প্রতিবাদে ডাকা দ্বিতীয় দফা হরতালের প্রথম দিন শেষে রোববার সন্ধ্যায় রাজধানীতে দুটি গাড়িতে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। প্রথমে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুলিস্তানে সার্জেন্ট আহাদ পুলিশ বাক্সের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলে। এর পর রাত আটটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অদূরে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সামনে একটি বাসে আগুন দেয় দুষ্কৃতকারীরা। তবে দুটি ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এসময় উক্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নগরীতে রাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি করা হচ্ছে।